Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

দর্শনীয় স্থান:


 

সবুজ ঘন ঝাউবন। সমুদ্রের জলরাশি। সূর্য অস্তের দৃশ্যসহ সুন্দর ও মনোরম পরিবেশ । যা পর্যটকদের কাছে অতুলনীয়। এই রকমই এক দৃষ্টিনন্দন জায়গার নাম “ শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত পিকনিক স্পট”এটি বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইকোপার্ক সংলগ্ন নলবুনিয়া চরে অবস্থিত । যাহা প্রতিদিনই হাজারো পর্যটকদের আগমনে মুখরিত হয় এই পিকনিক স্পট। 

তালতলী উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিন পশ্চিমে নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকার বঙ্গোপসাগর সংলগ্ন পায়রা নদীর মোহনায় প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে বিশাল ঝাউবনের মধ্যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত পিকনিক স্পটটি অবস্থিত। পরিবার কিংবা বন্ধু মহল নিয়ে ভ্রমন কিংবা পিকনিক করার জন্য রয়েছে পর্যটকদের জন্য সুন্দর ও মনোরম পরিবেশে যাবতীয় সু-ব্যবস্থা। অপর দিকে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সন্ধ্যা দেখা যায় সূর্য। এই দৃশ্য দেখতে পর্যটকদের আগমন দিনদিন বেড়েই চলছে।